যখনই প্রাত্যহিকী নিয়মের সিসিফাস ঠোক্করে
অনুর্বর বোধ চষে বিষন্ন শ্মশান ,
ঠিক তখনই
এক আরণ্যক এসরাজ হেঁটে যায় সাঁকোর উপরে ।
আমার সমস্ত বন্দী অনুভূতি
শুশ্রুত অনুবাদে নতুন জন্মের কানে
এক ঝাঁক গুনগুন গান হয়ে ফোটে ।
বিস্বাদ পৃথিবীর বিবর্ণ নাভিমূলে দেখি ,
অজানিত সুরের সকালে এসরাজে জেগে আছি
আনন্দিত বসন্তবৌরী কথার মঞ্জরী ।
আমার বিচ্ছিন্ন অ-সুখ কুঠুরি
একশো জাতক জন্মেও একান্নবর্তী না হয়ে
আমাকে সহাস্য সৌরনদীর উৎস নিয়ে যায় ।