ভালোবাসি বাংলাকে ভালোবাসি ভাষাকে
এই ভাষার সাথেই হাঁটি আজ এই শুভ লগ্নে
বাংলা ভাষার ঝঙ্কার একুশেই একাকার!
একুশ আমার প্রেরণা আমার স্বভিমান,
একুশ আমার অহংকার আমার গর্ব l
তোমার মুখের ভাঁজে লেখা
দুঃখ গুলো ছুঁয়ে ছুঁয়ে প্রণত হই l
উষ্ণতায় ঘেরা সজল একান্ত অনুভব
আব্দুল,জব্বার, রফিক ভাষা শহীদের
স্মরণে এক গুচ্ছ রক্ত গোলাপ কবিতায়
ধ্বনির বিদ্যুত চমক!
একুশে ফেব্রুয়ারি আমাদের গায়ত্রী প্রভাত l
প্রতি বছর একুশ আসে একুশ যায়
একুশ কি মাত্র দিনাঙ্কের ইতিহাস?
শুধুই কি স্মৃতি কাতরতা?
স্বপ্ন প্রত্যাশা খুঁজি চেতনার মোহনায় l
আমরা তামাম বাঙালী সবাই ঋণী
একুশের কাছে ।
সকল মাতৃ ভাষাই আনুক নব চেতনার তন্ত্র
জাগবার আর জাগাবার মন্ত্র l
ভাষা হোক আমাদের বৈভব ঐশ্বর্য l
ভাষা শহীদের বুকে গেঁথে বার বার দাঁড়াই
যেন শহরের রক্ত রাঙা পথে যেথায়
রক্তের আলপনায় ধুলায় লুটায়!
বাংলার বীর ছেলেরা আজ জেগে আছে-
আজও তাই ফাল্গুনে পলাশ শিমুলেরা কবিতা হয় l
এই বীর ছেলেরা ছাড়া কে তোমাকে সম্রাজ্ঞী
সাজাবে এমন রক্তের অলংকারে l