একি দুর্দম , একি দুর্বিনীত ওহে ভয়ঙ্কর
রোষাগ্নি তে ধংস আজি মানব সভ্যতার
চারদিকে আজি প্রগাঢ় আঁধার , সূর্য অস্তগামী
নেমেছে আঁধার পৃথিবীর কোলে তবুও নিথর আমি ।
ভবন সুখ জলের তলে , জল ছুঁয়েছে মাথা
ছেঁড়া ছেঁড়া স্মৃতি বানভাসি হয়ে ডুব জলে তোলে মাথা ।
অমানিশা আজ চারিদিক ঘিরে , এ কোন অনাহূত মুরতি
দুধের বাছা কাঁদে মায়ের কোলে পরে মোছেনা দুর্গতি
ভালোবাসা আজ বেদনা হত , জটিলতায় দীর্ঘশ্বাস
বিশ্বাস আজ ভুল পথগামি জীবন ছেড়েছে আশ ।
বিকিয়েছে মানবতা সস্তা দরে , সৃষ্টি গুম মরে
সকালের ফুল অকাল ছুঁয়ে কেনো যে যায় ঝরে ।
তবু আশা জাগে মনে আদিম সভ্যতা করবে জারি
হাজার কটি আলোকবর্ষ আবার দেবো পারি ।।
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার থাকুন।
♥️♥️❤❤♥️♥️