ঘুমের ঘোরে স্বপ্নেরা নামে
চোখের পাতা জুড়ে,
মাতিয়ে তুলে নিশুতি রাতে
ছন্দিত মধু সুরে।
রাতপাখিরা নিঝুম ব’সে
আপন বিবর প’রে,
স্বপ্ন বুঝিবা ওদের চোখ ও
ওমেতে রাখে ভরে।
ঝর্ণা হাসির কলতান ছড়ায়
দূর——–বহুদূর দেশে,
আমার বুকের চাতালটায়
স্বপ্নেরা হাঁটে প্রেমের রেশে।
নিঝুম রাতের কাজল এঁকে
স্বপ্ন বুকে কাঁড়ি কাঁড়ি,
জ্যোৎস্না সেথায় দিয়েছে আড়ি
ভাবনা গড়ে বসতবাড়ি।
হঠাৎ করে আকাশ কালো
বৃষ্টি নামে রিমঝিমিয়ে,
ভাবনা পালায়– বসত ছেড়ে,
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে।
মালা গাঁথি বকুল ফুলে
সারা রাতি স্বপ্ন ঘরে,
মনের দুয়ার খুলে দেখি-
আমি যেগো একলা পড়ে।