সার সার শেওলা জমে ছিল বদ্ধ জলাশয়ে,
কত সময় ধরে তাদের এ আস্তানা বলা কঠিন।
জলাশয়ের জল তাদের দখলে।
মানুষ তো দূর অস্ত
কোনো প্রাণীর জল পান করা ছিল কঠিন,
জলাশয়ের ধারে কোনো এক ডুমুর গাছের
পাখি দম্পতি চুপিসারে
জলপান করতো।
শেওলার দৌরাত্ম্যে জলাশয় হয়ে উঠেছিল ভয়াবহ।
এইভাবেই চলেছিল দিন।
সেবার হলো ভয়াবহ বৃষ্টি।
নদীনালা ভরে জল থইথই সর্বত্র।
নদীর জল আঁকাবাঁকা পথে বিরাট জলরাশি নিয়ে ছুটে চলেছে।
আবদ্ধ জলাশয় ছিল ঐ নদীর অংশ।
প্রবল জলধারা ভাসিয়ে দিল শেওলাদের।
চ্ছিন্নভিন্ন সব।
বর্ষা শেষে ঐ শেওলাদলকে দেখাযায় নদীচড়ায়।
ধুঁকছে আর ধুঁকছে
একবিন্দু জলের আশায়।