সৃষ্টি সুখে, বাজলো বুকে ,
একতারার ঐ সুর ।
শুনি তবু বাউল মুখে ,
সংগীত বিরহ বিধুর ।
গেঁও ভাষায়, গান গেয়ে যায় ,
ওই বাউলের দল ।
ভরে না ঝুলি তবু ভিক্ষায় ,
ওটুকুই সম্বল ।
গাঁজার টানে, ছন্দ আনে ,
আকাশ – বাতাস মুখরিত ।
আশার বাণী, জুগিয়ে প্রাণে ,
ভোর আসে সুশোভিত ।
গান শুনে, বান আসে ,
শুকিয়ে যাওয়া গাঙে ।
আঁধারেও চারিপাশে ,
নির্জনতা ভাঙ্গে ।
মেঠোপথে সুরের ধারা ,
প্রাণ খোলা ওই একতারা ।