মা এই বাংলায় আর জন্ম নেবনা।
এই বাংলায় পেলাম অসম্মান ও যন্ত্রণা
এই বাংলা মেয়েদের সম্মান দেয় না।
জন্মের আগে ভেবেছিলাম আমি
বাংলা হলো আমার জন্মভূমি মা
জন্মের পরে দেখলাম আমি
সেটা ছিল আমার ভুল ধারণা।
এই বাংলা শুধু ছেলেদের মা।
এই পোড়া বাংলায় মেয়েরা কেও না।
জন্মের পর দেখেছিলাম আমি মা
তোমার মুখে ছিল না কোনো হাসি
বাবা আমার বসে ছিল গালে হাত রাখি।
তখন আমার বোঝার ক্ষমতা ছিল না
তারপরে যতই আমি বড়ো হতে থাকি
বুঝতে থাকি প্রতি পদে পদে মা-
এই বাংলায় ছেলে মেয়ের তফাৎ কি।
বাড়ি থেকে স্কুল ,স্কুল থেকে কলেজ
কলেজ থেকে অফিস সব জায়গায়
এই বাংলায় মেয়েরা হয় লাঞ্ছিতা অত্যাচারিতা।
ছেলেরা মেয়েদের উপর সবকিছু করতে পারে
কিন্তু এই বাংলায় ছেলেদের দোষ হয় না।
যখন কোনো মেয়ে তার প্রতিবাদ করে
সমাজে তার পরিচয় হয় দুশ্চরিত্র ধর্ষিতা।