এ শুধু চ’লতেই থাকবে। —দিন আসে দিন যায় ;
তোমার আমার এই যে বিরহ, ছেড়ে যাওয়া
চিরটি জনমের মতো! . . .
যেন দশ হাজার মাইল পেছনে ফেলে আমরা গিয়েছি চ’লে
নিরিদ্দিষ্ট পৃথিবীর দু’টি শেষ সীমানায়।
মাঝখানের পথটিতে র’য়েছে পার্থক্য আর দূরত্ব ;
কী ক’রেই বা আমরা মুখোমুখী আবার এসে মিলিত হবো ?
তাতারের ঘোড়া বেছে নিয়েছে উত্তরের হাওয়া ;
ইউয়ের পাথী দক্ষিণের কোনো গাছের শাখায় বেঁধেছে
তার বাসা।
এরি মধ্যে আমাদের বিচ্ছেদের দিন হ’য়েছে কত দীর্ঘ।
প্রতিদিনই আমার পোশাক বুকের কাছটিতে আলগা হ’য়ে
আসছে। . . .
ভেসে আসা মেঘ সম্পূর্ণ সূর্যটিকেই ফেলে ঢেকে!
তোমার চিন্তা হঠাৎ আমার বয়সে এনেছে বার্ধক্য ;
মাস থেকে বছর দ্রুত এগিয়ে চ’লেছে সমাপ্তির দিকে। . . .
তোমাকে আমি মন থেকে ফেলবো ঝেড়ে ; আর
ভুলে থাকবো এ জীবনের মতো—
খেয়ে দেয়ে বেঁচে থাকার প্রচেষ্টাতেই এখন থেকে
কাটবে আমার দিন।