একটি গাছ একটি প্রাণ
যতই বলি মুখের মিষ্টতায়
মন থেকে চাই কি কোন পরিত্রাণ?
গাছ লাগাও প্রাণ বাঁচাও
মুখেই যত বলি বুলবুলি
ওঠে হাজারো ধ্বনির স্লোগান!
ঘটা করে ছবি পোস্ট দিয়ে গাছ লাগাও।
ওখানেই শেষ হয় যত অভিযান!
বৃষ্টির বুকে ওঠে না জানা অভিমান।
প্রকৃতিতে কোথাও শূণ্যতা থাকে না।
আপন নিয়মে ভরে শূণ্যতার বুক!
সবুজে সবুজ হোক মা পৃথিবী।
কচি পাতায় দুলে উঠুক ধরিত্রীর বুক।