স্বর্গ শুরু। শূন্য থেকে একটি বিশাল
দড়ি ঝুলে আছে, তাতে বাঁধা হাইপাওয়ারের
বাল্ব, সেটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে
দুলে যায়, আর চমকায় গাছপালা, খেত
কাননের শাড়ি, আমি সে মুহূর্তে
চলে আসি আরও ভেতরের দিকে
কুঁড়েঘর, চালে লাউ তাতে আলো পিছলিয়ে
চলে যায়, আর উঠোনে তখন
চরাচর, তাতে এ রাত্তিরে
কিছু হংস চড়ছে, আর তাদের পেছনে
তুমি— একটি করবী পাখি, এইখানে নারীরূপে
পরিচিত, থালা থেকে গম ছিটিয়ে চলেছ।