প্রবেশ নিয়েছি আমি – ভালবেসে।
আমার বলে রইলো না কিছু আর!
আড়মোড়া ভেঙে ভাসলাম
উচ্ছল সমুদ্র ফেণায়,
রাতের আকাশে তারাদের
নীরবতা দেখলাম !
বুকের ভেতর ধু ধূ…
ফুলের মঞ্জরী উড়ে যায়
শিমুল কাঁটায় বিঁধেছে হৃদয়
সমস্ত দুপুরটা ঘুঘু ডাকা নির্জন।
প্রতি মুহূর্তে পোস্টমর্টেম,
ব্যাথার মধ্যও তীব্র আনন্দ!
এইযে মনের যন্ত্রণা সেটা
আত্মজিজ্ঞাসা কি না জানিনা?
আমার অহংকার ছিলো
বিষাদ ছিল,
আবার হাহাকারও ছিল
ছোট্ট ইচ্ছেমতি নদীর জলের মত স্থির –
ভালবাসার আড়মোড়া ভেঙে
সমুদ্র যদি অত্যাশ্চর্য ফেণায়
ভাসায় সুধাময় শিহরণ!
তবে একটু শান্ত হতে দাও
তোমার অরণ্যবুকে গভীর
নিদ্রা জাগরণের স্বপ্ন নিয়ে
একটিপ বেঁচে থাকা