একটা নাম দেবে আমার !
যে নামটা একমাত্র তুমিই জানবে,
আর কেউ না !
এমন নাম শুনলেই হাসি পাবে,
কিন্তু আমার ভীষণ ভালো লাগবে!
পরিচিত নাম তো সবাই জানে,ডাকেও সবাই ঐ নাম ধরে…!
তুমি ডাকবে না,
তুমি ডাকবে তোমার দেওয়া সেই নাম ধরে।
আমি সারাদিনের ব্যস্ততার মাঝেও অপেক্ষা করবো
কখন তুমি ডাকবে আমাকে ঐ নামটা ধরে !