একটা কবিতা লিখবো বলে
কতদিন ধরে একটা নির্জনতা খুঁজছি
একটা কবিতা লিখবো বলে
কতদিন ধরে লোকালয় ত্যাগ করার চেষ্টা করছি
একটা কবিতা লিখবো বলে
তোমার হতে বহু দূরে যাওয়ার চেষ্টা করেছি
একটা কবিতা লিখবো বলে
আলোকে বিদায় দিয়েও অন্ধকার পাওয়ার রাস্তা ধরেছি
একটা কবিতা লিখবো বলে
আমি হাজার কাজ ফেলে দিয়েও শরীরকে স্বস্তি দিতে দুপুরে ঘুমিয়ে পড়ছি
একটা কবিতা লিখবো বলে
এই অন্ধকার রাতে ভূতের ভয় না পেয়েও খালের ধারে একা বসে আছি
একটা কবিতা লিখবো বলে
কাঙ্খিত জীবনের স্বপ্ন গুলো জলাঞ্জলি দিয়ে অন্য পথে হেঁটে চলেছি
একটা কবিতা লিখবো বলো
কবিতার সাথে সাথে পথ হেঁটে হেঁটে জীবনকে হারিয়েও পুনরায় জীবনকে খুঁজে চলেছি
একটা কবিতা লিখবো বলে
সম্পূর্ণভাবে তলিয়ে যেতে যেতেও এক অকৃত্রিম ক্ষমতার জোরে ভেসে উঠেছি
একটা কবিতা লিখবো বলে
লক্ষ-কোটি; শত-শত সহস্র পদার্থের সাথে
অপদার্থ হয়েও যথার্থতার সন্ধান তালাশ করেছি
একটা কবিতা লিখবো বলে
ঘৃণ্য হতে ঘৃন্যতর তিরস্কার শুনেও পুরস্কারের আশায় ছুটে ছুটে গেছি
শুধু কবিতা; কবিতা; কবিতা; আর কবিতা।
একটা কবিতা লিখবো বলে
নিজের সমস্ত স্বার্থপরতাকে ত্যাগ করে
সর্বজনীনের তরে আত্মনিবেদনের শপথ গ্রহণ করেছি
একটা কবিতা লিখবো বলে
শত প্রলোভনের আমন্ত্রণে সাড়া না দিয়েও
আমি নিঃস্ব সততার পথ বেছে নিয়েছি
একটা কবিতা লিখবো বলে
নিজেকে সংখ্যাগুরুর হতে সংখ্যালঘুর থেকেও সংখ্যালঘু করে নিয়েছি
একটা কবিতা লিখবো বলে
এই বিক্রি হয়ে যাওয়া সমাজের কাছে নিজেকে বিক্রি করে দিতে পারিনি
একটা কবিতা লিখবো বলে
অবমাননার কাছে অবমানবের দায় ফিরিয়ে দিইনি
শুধু কবিতা; কবিতা; কবিতা; আর কবিতা।