আমাকে বলা হয়েছিল একটা প্রেমের কবিতা লিখতে
কিন্তু আমি যে পারি না প্রেমের কবিতা লিখতে !
শুনেছি প্রেম ভীষণ কষ্টের,যন্ত্রনাদায়ক।
তাই ভয় হয়
যদি তোমাদের ভালো না লাগে,যদি তোমরা হাসাহাসি করো….!
আমি যে প্রেম জানি না।
তোমাদের মত করে ভালোবাসতেও জানি না।
তোমরা বলো,ভালোবাসলে সব উজাড় করে দিতে হয়।
কিন্তু আমি যে পারি না সব উজাড় করে দিতে!
কার্পন্যতা ঘিরে রেখেছে আমাকে।
বেশ কঠিন আর পুরু একটা রশি আমাকে ভয় দেখায়
ছিঁড়তে পারি না কিছুতেই।
বন্ধন খুলে ফেলার কোনো প্রান্তই খুঁজে পাই না
তাই আর জানা হলো না প্রেম কি !
ভালোবাসায় কিভাবে উজাড় করে দিতে হয় আর
দেখা হলো না।
আর একটাও প্রেমের কবিতা লেখা হলো না..!