ধরা পরে হেলা করে দিন কেটে যায়
বেলা শেষে দুখে ঘেঁষে করি হায় হায়,
হীন মতি আমি অতি মন নাহি কাজে
হয়ে কুঁড়ে থাকি জুড়ে কাজ যতো বাজে।
প্রাণ কাঁদে পড়ে ফাঁদে চোখ ভরে জলে
কত শত পাপ যত করে গেছি ছলে,
প্রতিদিন বাজে বীণ দুখ ভরা মনে
বেলা গেলে সব ফেলে যাবো সেই সনে।
জীবে দিয়ে প্রেমে হিয়ে ডাকি আজ কাছে
প্রভু মোরে ক্ষমা করে নিও হদি মাঝে,
অনিত্যের অসত্যের ঘড়া ভরে মধ
লোভে পড়ে পাপে ভরে কুড়ায়েছি শুধু।
ক্ষমা করো হাত ধরো কালি দাও মুছে
তুমি দাতা সত্য ত্রাতা গেছি সার বুঝে,
চিত্ত মাঝে থেকো রাজে যতদিন আছি
শুদ্ধি দিয়ে ভরো হিয়ে তবে যেগো বাঁচি।
ধরা মাঝে সব রাজে সব তব দান
তুমি স্থিতি,তুমি ধৃতি দাও সবে মান,
শুদ্ধমনে ভক্তি সনে ভজনা যে করি
ন্যায় রথে চলি পথে রেখো কৃপা হরি।