তুই তো আমার বৃষ্টি ধোয়া জুঁই- জোনাকি
শ্বাস জাগিয়ে স্বপ্ন দিলাম , আসবি নাকি ?
তোরই জন্য রাত্রি জাগে বর্ণমালা
মেঘ কুড়িয়ে পদ্য হবি বৃষ্টি ঢালা ?
বিষাদ বড়ো জ্বালাচ্ছে হাড় , দধীচি নই
হতেই পারি আনন্দিত শ্মশানে খই !
তার আগে তুই আসবি জানি নীলাম্বরী
আকাশ উপুড় লবটুলিয়ার পান্থ -পরী ।
ভীড়ের মধ্যে বড্ড একা , ভল্গা আনিস
উড়িয়ে দিলাম অপূর্ণ সুখ , শান্ত করিস !