ভূতের সাথে ভবিষ্যৎ কে বেঁধে -টিক টক ঘড়ির হার্ট
দরকারি অদরকারি ভাবনা মিশে নিরেট যখন মন খারাপ
তখন চাইলেই ছুটি আসে না হওয়ার
ডানার স্বাদ রঙ বদলায় অনুক্ষণ
ওদিকে
অগুনতি চাতকের বুকে নামি দামি অগ্নেয়গিরি !
বেপরোয়া চোখে শুধুই কঠিন নদী কাটতে থাকা
চারিদিকে কুচি কুচি জলের লাশ আর
বিন্দু বিন্দু বিজয়ের উল্লাস !