রাজনীতি করবেন না, মিডিওকার লোকেরা রাজনীতি করে
যেখানে সেখানে থুতু ফেলবেন না ওটা বদ অভ্যেস
পরস্ত্রীর সঙ্গে ঝাউবনে যাবেন না, জীবনেও ঝাউবন দেখা হবে না
সকাল সকাল উঠুন, একটু হেঁটে দুধের প্যাকেট নিয়ে বাড়ি ফিরুন
খবরের কাগজ পড়বেন না, খবর পড়ে পড়ে একটা জাতি পুরো নষ্ট হয়ে গেল।
বেশি খাওয়া ঠিক না, বহুলোক কম খায়
‘তৃতীয় বিশ্ব’ নামে একটা শব্দ প্রায় শোনা যায় আজকাল
তৃতীয় বিশ্ব মানে আর কিছুই নয় যে সব দেশে
সাপখোপ বেশি আর গরিব লোক বেশি
সেগুলোকে তৃতীয় বিশ্ব বলে
যেমন বাংলাদেশ, ইণ্ডিয়া, ইথিওপিয়া
আমি তৃতীয় বিশ্বের লেখক, ওটা বলবেন না কখনো
ওটা ভুল অহংকার।
মেয়েরা দিকে দিকে প্রেমপত্র লিখুন, কিডনি ভালো থাকবে
সবসময় ধবধবে শাদা অন্তর্বাস পরুন মন ভালো থাকবে
মেয়েরা ভুলেও কখনো আর উচ্ছিষ্ট খাবেন না
স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায়
সন্তান পালনের কাজে আপনারা পুরুষ বেবি-সিটারের জন্য
আবেদন করুন।
পকেট ভর্তি টাকা পয়সা দরকার
টাকা অনেকভাবে উপার্জন করা যায়
মদের লাইসেন্স না পেলে মাদার ডেয়ারীতে ঢুকে পড়ুন
ব্যবসা মানে ব্যবসা
ধানদুব্বো বিক্রি করলেও লোকে আপনাকে ব্যবসায়ী বলবে
কনডোম বিক্রি করলেও লোকে আপনাকে ব্যবসায়ী বলবে।
এইসব উপদেশ গির্জার দেয়ালে লেখা থাকে না
গির্জা বলছে হে পুত্র এইখানে শান্তি আছে, আলো আছে
তুমি অন্ধকার থেকে উঠে এসো
যিশু নামে যে ভদ্রলোককে গির্জা ভগবান বানিয়েছে, সে বেচারা
আমাদেরই মতো পাঁচ ছটা ভাইবোনের জোয়াল ঘাড়ে নিয়ে
সংসার চালিয়েছে, আর অন্যদিকে বড় বড় পণ্ডিত পুরোহিতরা
লোকটাকে মারার জন্য ষড়যন্ত্র করতো
এইসব পুরোহিতরা এখন আর বেঁচে নেই ভুলেও ভাববেন না
এদের কেউ হয়েছে আমলা কেউ রাজনীতিবিদ কেউ ভাইস চ্যান্সেলর
যারা ক্যারেকটর সার্টিফিকেট লিখে দেয়।
বন্ধুগণ, কাউকে বিশ্বাস করার আগে একটু ঝাঁকিয়ে নেবেন।