ফুলের গাছে চড়ুই পাখির
কটর কটর ডাক;
গাছের ডালে দেখে কিনা
ভীমরুল পোকার চাক।
চড়ুই তখন ভাবে বসে
কাকে বলে যায়
টিয়া তখন এসে বলে
চিৎকার কেন ভায়।
চড়ুই টিয়া বিপদ বুঝে
করে ভীষণ রব
ময়না শালিক কোকিল তোতা
উড়ে আসে সব।
রবি মামা এসে বলে
কিসের এত শোর
অদ্য বুঝি পাখির ডাকে
হলো নাকি ভোর।
চড়ুই বলে মজা করছ
কা কা ডাকে কাক
কাক কোকিলের ছানা বলে
ভাঙরে সবাই চাক।
ভীমরুল বলে চড়ুই পাখি
বাবুর বাড়ি চল
পাশাপাশি থাকি তখন
কোথায় পাখির দল।