এখনও যে জানতে বাকি , পাখি
কেমন করে জুড়ে থাকতে হয় ।
কেমন আছো ? ভালো আছি , রাখি ?
ভাসার ভীড়ে ভরাট হতে ভয় !
আর কবে যে বুঝবো , নীরব নদী
অবোধ দূরকে বুকে রাখতে হয় !
পাহাড় প্রেমে ডুবে থাকতাম যদি
উৎসে পেতাম উড়ান পরিচয় ?
শিখতে ভীষন ইচ্ছে বৃষ্টি – মেঘ
কেমন পাত্রে প্রেম পাততে হয় !
বয়স বিহীন পাচ্ছি পাবো’র বেগ
সমান মানে টানাতে নেই ক্ষয় !
চাইতে চাইতে উদোম বনের বাঘ
জানতে পেরেও মানতে পারি কই ?
খাচ্ছে তো খাক জন্ম জড়ুল দাগ
চাইবো নতুন কুন্ডে নাভি থই ।