তোর চোখে তুমুল খিদে
অথচ
ঠিকঠাক কবিতার জন্ম দিতে পারছি কৈ
তোর শরীরে অজস্র স্রোত
অথচ
আমার অবশ দেহ
ইচ্ছে থাকলেও সাম্পান হতে পারছি না
একে একে দিন নিভে যাচ্ছে
গলে যাচ্ছে মোম আলো
তোর আঙ্গুলে অজস্র পথ
আমার পায়ে শিকল
তোর ঠোঁটে ভাষার ঝর্ণা
আমি নিখুঁত বোবা
গড়ার খোসা খুলতে খুলতেই
ভাঙার সৃষ্টি
কি ভীষণ দুলছে দুই নৌকা
একজন উদয়ের দিকে
অন্যজন অস্তের …