সামনে এক আকাশ সমুদ্র ঢেউ
ভাঙছে গড়ছে যুগ
চুল গুলো বট ঝুড়ি হয়েছে কবেই
অপেক্ষা-প্রদীপের তেল
কমতে দিইনি কখনো
শোকের পর শোক জমে
শোকমহল হয়েছে শরীর
তবু
তার অতি গোপনে
এখনো উড়ে বেড়ায়
তৃষ্ণার্ত লাল পাখি
তোমার জন্য
সামনে এক আকাশ সমুদ্র ঢেউ
ভাঙছে গড়ছে যুগ
চুল গুলো বট ঝুড়ি হয়েছে কবেই
অপেক্ষা-প্রদীপের তেল
কমতে দিইনি কখনো
শোকের পর শোক জমে
শোকমহল হয়েছে শরীর
তবু
তার অতি গোপনে
এখনো উড়ে বেড়ায়
তৃষ্ণার্ত লাল পাখি
তোমার জন্য