না ছুঁয়ে-থাকা ভালবাসার অমৃত ফলের
অপ্রাপ্তিতে মন তখন ভীষণ উচাটনে।
কাজে বুঝি শুখা-শুখা মানসিক ছোবলে
জীবনের মানে বদলে যেতে অতি তৎপর।
কেন দরকারী প্রেম?সেটাই তালে হেম,
চারপাশে হেলাফেলা প্রকাশিত বিক্ষিপ্ত মননে।
অতএব তন্নতন্ন দারুণ তালাশে বাঁচার রসদ
ভালবাসায় আরোগ্যলাভ অতি কাম্য যখন-তখন।
কিন্তু কিন্তু তবুও মনোভাবে সাহসের আকাল
প্রেমের উৎস-সন্ধানে ব্যর্থতাই এক পরিহাস!
আড়ষ্টতা মুছে ফেলে সাহসী দৃপ্ত পদক্ষেপে
মিলতেও পারে সহজ স্বাভাবিক তৃপ্ত নিঃশ্বাস।
না ছুঁয়ে থাকা আশনাই খুব তিক্ত বিরক্তিতে
ছেয়ে ফেলে বিশ্বটা অনায়াসে অনামী আস্বাদনে।
সেই গোলকধাঁধার সাথে সম্পর্ক ছিন্ন করে
সেই চরম অতৃপ্তির দুনিয়ার সাথে বিচ্ছিন্নতায়