দু কদম একসাথে হাঁটা,
দুজন দুজনকে বোঝার আগেই তোমার সতর্ক বাণী “উতলা হওয়া বারণ” ক্ষনিকের উজ্জ্বল
ভাবনার আকাশে দলা পাকানো কালো মেঘ এনে দিলেও এরমধ্যেই সুসম্পর্কের ভিত্তিপ্রস্তর মজুত…
আজকাল শুধুই দেওয়া নেওয়া স্বার্থের উঁকি ঝুঁকি,
কখনোও আড়ালে নয়তো বা প্রকাশ্যেই।
কেবল বন্ধুত্বের মধ্যেই নয়,সারাজীবন একসাথে কাটানোর অগ্নিসাক্ষী করা দুজনের মধ্যেও
আন্তরিকতার খাদ প্রকট হয়ে বিশ্বাস যোগ্যতা কয়েক বছরেই মুখ থুবড়ে সংসার রণাঙ্গণ..!
মাঝ খানে পরে থাকা সন্দেহ দোষারোপের জরাজীর্ণ কঙ্কাল..
এই কিনা ছিল স্বপ্ন সন্ধানী দুই প্রিয় জনের অদৃষ্ট লিখন..!
সত্যি অবাক হতে হয়,আশ্চর্য হলেও এটাই বাস্তব।
শয়ে শয়ে জমা পড়া বিচ্ছেদের ফাইলে ধূলোর আস্তরণ…,
সব থেকেও মনের মধ্যে অশান্তির বীজ উপড়ে,
নতুন করে শুরু করার মানসিক সাহস অর্জন করতে পারে কজন আর করলেও সত্যিই কি
ডাস্টার হাতে ব্ল্যাক বোর্ডের যাবতীয় সুখ স্মৃতির আঁচড় মুছে ফেলা যায়, না সম্ভব !!
এ প্রশ্নের উত্তর ভুক্তভুগী দুই হৃদয়ই জানে
আমরা পরিচিতরা বড়জোড় কিছু মাত্র অনুভব।
একটু নিজেদের সংযত হওয়ার দিনে সামান্য বন্ধুত্বের মধ্যেই সচেতন হওয়া মন্দ নয়,
বন্ধুত্ব হোক একে অপরকে শুধরে নেওয়ার,
যা কিছু পরস্পরের ভুল ত্রুটি তা উতরে এগিয়ে চলা..
সব সম্পর্কের উদ্দেশ্য নয় একসাথে এক ছাদের নিচে চিরকালের বন্ধনে আবদ্ধ হওয়া….
ভালো বন্ধুত্বের মধ্যেই অসামান্য তৃপ্তির খোড়াক..।
উতলা না হওয়ার নিষেধাজ্ঞা তাই খারাপ নয়, আগামীর জন্য সম্পর্কের সুস্থতার পক্ষে ভালো…
এভাবেই দীর্ঘজীবি হোক ভালো সম্পর্কের বনসাই।