বসে রয়েছি পা ছড়িয়ে
খরায় স্মৃতির নৌকো আটকে আছে
হাঁটুজলের চড়ায়
শুকনো ডালে হল্ দে পাতার
মাটিতে চোখ
যেখানে রক্ত, ছিন্নভিন্ন
পাখির পালক
হৃদয়ের লাল ডাকবাক্ সে
ফেলা চিঠিতে
নাম লিখেছি, ভুলে গিয়েছি
ঠিকানা দিতে
বসে রয়েছি কালবোশেখি
ঝড়ের আশায়
ভালোবাসা বাড়াচ্ছে হাত
নীলকন্ঠ পাখির বাসায় ||