কিসের তাড়নায় তন্নতন্ন সুখের অন্বেষণে
ঐ আগাছাকে ধরলে আঁকড়ে?
ওখানে বিষের কত আয়োজন!
ওখানে বাসর সাজিয়ে বসে ধূর্ত বণিক।
সেখানে লুটোপুটি খায় হায়নার অট্টহাসি!
না,না,না, কখনোই মুখোশ পরে মানুষেরা
হয় না, হয় না পুণ্যের বিলাসী।
কিছুর অভাব ঘটলেই মন কেন উচাটনে
এত হৈ চৈয়ে মাতে সর্বসমক্ষে।
কারণ বিরূপ ভাবনারা দলবেঁধে ভিড় জমায়
চাতালের সবখানটা জুড়ে,
ওই শোনা যায় বিষাদের ভেরী,
সেই রণনে হৃত বিশ্বের অন্তর থেকে
কুড়িয়ে পাই নানা বর্ণের কড়ি।
কেমন হতাশায় এত এত সুন্দর মুখে
ছড়ায় বিষাদের ধ্বনি?
অনেক অনেক মেধাচর্চায় অনেকটা পথ এগিয়ে
আমরা কি ঢাকব মুখ বর্মের আড়ালে?
না না সায় দেয় না মন,
কারণ সামনেই বাতিঘরের প্রত্যাশায়
উদ্বেল মননে এখন আশার প্রজ্জ্বলন।