তোমার চোখে শাপলা ফোটে আজও
বয়ে যায় এক ইচ্ছে রঙ ঘুড়ি
তোমার হাতে হাত রেখে যাক ঋতু
টবের ঘরে ওড়না দোলায় কুঁড়ি
হাওয়ার ঠোঁটে কমলালেবুর স্বাদ
হাত বাড়ালে মিষ্টি রকম দিন
কাজের ফাঁকে মনের লুকোচুরি
ছুটির আকাশ বাধ্য আলাদিন
আমার ভীষণ পাখি হওয়ার আশ
পাতার হাতে আঁকব বাসা বেশ
ফিরতি পথে এনো নরম আদর
ডানায় থাক সবুজ আলোর রেশ
শব্দ মানে তোমায় আঁকার তুলি
চাঁদের খোঁপায় রকমারি রাত
ছন্দ মানেই একটু কাছে চাওয়া
চা কফি তো শুধুই অজুহাত