প্রায়ই স্বপ্ন দেখতো মেয়েটা,
সে দৌড়ে যাচ্ছে ,একটা বাড়ির দিকে
ছোট্ট গোলাপী রঙের সেই বাড়িটা তাকে ডাকতো।
হাতছানি দিয়ে ডাকতো!
সে দৌড়াতো , কিন্তু পৌঁছোতে পারত না কিছুতেই।
একদিন সে ক্লান্ত ,দাঁড়িয়ে পড়েছে একটু দূরে,
বাড়ির ভেতর থেকে কেউ বলল-
“তোমার জন্য অপেক্ষা করে আছি,চলে এসো।”
মেয়েটা বলল “পারছি না যে,নিয়ে যাও!”
ভেতর থেকে বলল,”কি করে যাই?দরজা বন্ধ !
তুমি এসে খুলবে, তবে তো!
তুমি আমার কাছে আসতে চাও কেন?””
“আমার অব্যক্ত বেদনা তোমার আনন্দ রাগে মিশিয়ে দেব বলে! মনের আগল খুলে ফেলব, তাই।তুমি বোঝো না কেন?”
“কে বলল বুঝি না!ঘুমিয়ে ঘুমিয়ে দুহাত বাড়াও , আমি দূরে দাঁড়িয়ে হাসি । স্বপ্নে আমি আসি!
আমার ইমন যে তোমাকেই খুঁজে ফেরে!
অপেক্ষা করছি!অন্ধকারে আলো নিয়ে বসে আছি,
সেই আলোতে দেখবো তোমায় ! তুমিও আমাকে-
অপলক! নির্নিমেষ !”