ইচ্ছে করে অনেক ভিড়ে ও
একলা হাঁটি
ইচ্ছে করে মাঝরাতে ওই
চাঁদকে ডাকি
বলবো দুজন মনের কথা
খুব গোপনে
শুনবো আমি চাঁদের কথা
আপন মনে
ইচ্ছে করে ভোরের শিশির
মাখতে পায়ে
ইচ্ছে করে পথিক হবো
পথ হারিয়ে বসবো গিয়ে
গাছের ছায়ে
ইচ্ছে করে কবি হবো
লিখবো শুধুই মনের কথা
ইচ্ছে করে হই যাযাবর
ঘরের খোঁজে
এই শহরে মনের কথা
কে আর বোঝে
ইচ্ছে ছিলো একটু যদি
বাসতে ভালো
এসব ভেবে আমি নিজেই
একলা হাঁসি
এমন কতই ইচ্ছে ছিল
মনের মাঝে
ইচ্ছেগুলোই আমার কেমন
সর্বনাশী
অসাধারণ. এই ভাবেই লিখতে থাক