একটা আস্ত সমুদ্র দিতে পারিস ?
দিগন্ত বিস্তৃত নিপাট জলোচ্ছ্বাস !
অগণিত ঢেউ ছুঁয়ে পড়ন্ত অবেলায় ,
গলছে জমাট উষ্ণ ছোঁয়ায় তোর নিঃশ্বাস ।
একটা আকাশ ছোঁয়া পাহাড় কিনে দিবি ?
পা দুলিয়ে হাতটি ধরে অলস বেলা ,
তোর সহিষ্ণুতারা পার হয়ে সব ধাপে ধাপে ,
চন্দ্রালোকো জ্যোৎস্না মেখে আবীর খেলা ।
না হয় একটা ঝরণা এনে দিস !
প্রেমানলে তপ্ত নধর উষ্ণ আলিঙ্গনে ;
ভিজুক হিয়া আধ ভেজা মন ,
দুরন্ত চুম্বনে ।
একটা ছোট্ট দ্বীপের মালিক হবো !
নাও ভেরাবো তোমায় আমায় মিলে ;
খানিক সময় লুকিয়ে চুরি করে ,
বাধবো বাসা মাঝদরিয়ায় অবাধ্য ঐ নীলে ।
না হয় একটা অরণ্যই খুঁজে দিলি ?
হাজার বসন্ত অশ্বথ্থের ঐ তলে ;
প্রেম সোহাগে বিছিয়ে পরাগ ,
বাঁচবো ফুলে ফলে ।