আয় কালবৈশেখী হাওয়া, উড়িয়ে নে
শুকনো আবর্জনা, ধুলো, মৃত্যু অপমান।
আন বুকে স্পর্ধা আনকণ্ঠে জীবনের গান
বোবা অন্ধ আমার স্বদেশ।
আয় কালবৈশেখী হাওয়া আন ঝড় আন
বুকের ভেতর, ভারতবর্ষ দেখি অন্যভাবে
শপথে আলোকে,
ভারতবর্ষ দেখি অন্যবভাবে।
কে আর অনন্ত কান্না পুষে রাখে, পুড়ে যায় শোকে।
চারিদিকে নবজন্ম, দেশে দেশে শঙ্খ বাজে,
দিকে দিকে শোনা যায় মানুষের গান।