কাশের বনে দেখে এলাম
কাশ ফুলেরা সারে,
কাশের চামর দোলায় সেথা
কুশি নদীর পাড়ে।
আসছে মোদের দুর্গা মাতা
আর কিছুদিন পরে,
শিউলি ঘ্রাণে দেয় জানিয়ে
শরৎ খামে ভরে।
বাগ বাগিচা হাসছে যেন
রাশি রাশি ফুলে,
মায়ের পূজোয় অর্ঘ্য দিতে
নেবে সবাই তুলে।
শিশির বিন্দু ঘাসের বুকে
মুক্তো হয়ে ঝরে,
শিউলি হাসি ঠোঁটের পরে
দেখছি খুশি ভরে।
পদ্ম দীঘির বুকটা জুড়ে
শাপলা পদ্মের মেলা,
বলছে ডেকে শিশির মেখে
এলো শরৎ বেলা।
ঢ্যাম কুড়াকুড় ঢাকের বাদ্যি
মিঠে বোলের তানে,
খুশির বীণে তাথৈ তাথৈ
জাগছে সাড়া প্রাণে।