আষাঢ় মানে হঠাৎ নামা বৃষ্টি
আষাঢ় মানে শুধুই অনাসৃষ্টি।
আষাঢ় মানে কদম গাছের তল
আষাঢ় মানে জুঁই ফুলেরই দল।
আষাঢ় মানে সূর্যি ভাঙা আলো
আষাঢ় মানে দিনের বেলা কালো।
আষাঢ় মানে কালো দিঘির জল
আষাঢ় মানে দশ হারার ফল।
আষাঢ় মানে কাগজ নৌকা গড়া
আষাঢ় মানে তাল পুকুরটি ভরা।
আষাঢ় মানে স্কুল পালিয়ে ভেজা
আষাঢ় মানে গাছ গুলি সব সোজা।
আষাঢ় মানে মনের কথা বলা
আষাঢ় মানে তোমার সাথে চলা।
আষাঢ় মানে একটি ছাতায় দুজন
আষাঢ় মানে হঠাৎ পাওয়া সুজন।
আষাঢ় মানে তোমায় শুধু খোঁজা
স্বপন ভাঙে তবুও চোখটি বোজা।