সেদিন আশ্রয়হীন তুমি আশ্রয় চেয়েছিলে
হৃদয় উজাড় করে আশ্রয় দিয়েছিলাম তোমায়
ভালোবাসাহীন তোমাকে
সবটুকু উজাড় করে ভালোবেসেছিলাম
সম্পর্কের নাম চেয়েছিলে তুমি
পরিচয় দিয়েছিলাম তোমায়
অধিকার চেয়েছিলে
নারীত্বের পবিত্রা দিয়েছিলাম তোমায়
সাথে থাকতে চেয়েছিলে, সময় দিয়েছিলাম তোমায়
তুমি এগিয়ে যেতে চেয়েছিলে
ভরসা দিয়েছিলাম তোমায়
দিকভ্রান্ত তোমার নতুন পথের দিশারী হয়েছিলাম
তুমি স্বতন্ত্র হতে চেয়েছিলে
স্বাধীনতা দিয়েছিলাম তোমায়
তুমি বিচ্ছেদ চাইলে, হাঁসি মুখে তাও দিলাম
ভেবেছিলাম আসবে হয়তো ফিরে
অপেক্ষায় গোটা জীবন দিলাম
একদিন বুজলাম এ অপেক্ষা শেষ হবার নয়
বুজলাম তুমি একটু সময় কাটিয়েছিলে
অবুঝ আমি ভালোবেসেছিলাম তোমায়
আশ্রয় (Ashray- by Pritha Chatterjee)