কি আর করা যায়
বেলা যে কিভাবে বয়ে যায়।
আকুল প্রাণ কীসের আশায়?
বয়ে চলে নদীর ধারায়।
জীবন যেন মায়ার খেলা
তবে যাক হেসে খেলে এ’বেলা।
বুক ভরা আকুল আশা
প্রাণে জাগায় ভালবাসা।
আশা নিরাশায় কাটে জীবন
আঁখিতেই হোক সাধের মিলন
পরাণে আসিলে পরম লগন
তখন তাকে করব বরণ।
ঢেকেছি রেখে পলাশে ফাগুন মন
ভেবেছি তা করব চরণে নিবেদন।
রেখেছি সে চরণ হৃদয় মাঝে
হয়েছি নত সকাল সন্ধ্যা কাজে।
কল্পসুধা ধারায় ভেসে এ খেলা
তুচ্ছ প্রেমে এবেলা ওবেলা
জানে সন্ধ্যা সূর্য ডোবার পালা
আঁধারের বুকে চাঁদ উঠবে যখন
সোনার থালা।