ভয়ানক আগুন লিখে রাখি ফাল্গুনের মাথার উপর
ভরা ফাগুনে সেজে আছে সব ফুল
ডেকে যায় সব পাখি রোজ হয় ভোর,
পার হয়ে গেল দীর্ঘ কয়েকটা বসন্ত
কারখানার তালা আজও বন্ধ,
ওই বেকার যুবক টা হয়ে গেল বুড়ো রেখেছি কি তার খবর?
প্রকৃতির শোভা রাঙায়ে আজও হাসে বসন্ত এই বাংলার গাঁয়ে গাঁয়ে
গাছের পাতার মত প্রতিটি নব যৌবন ঝরে যায়, বৃদ্ধ হয় সময়,
আওয়াজ আসে ওই খোলা আকাশের তলে
কারা যেন দেখছে সম্ভাব্য দুর্ভিক্ষ লেখা আছে প্রজন্মের কপালে,
এক বেখেয়ালি ষড়যন্ত্র আমাদের গিলে খেতে আসছে ধেয়ে
ভাবি নি কখনো দেখব এমন প্রহর;
বৃথা হাসে নেতাও উপনেতা বিধায় ঝরায় মোহর।