অলীক স্বপন দেখে রামধনু ধরতে যাই
প্রজাপতি বলে ডানার সৌন্দর্য দেখ ভাই।
আলেয়ার পিছনে ছুটলে হবেই শুধু ক্ষতি
সময় থাকতে প্রয়োগ করো নিজেদের মতি।
অবাস্তব স্বপ্নে ভাসলে জীবন হবে নষ্ট
দিনান্তে হিসাব মেলাতে পাবে খুব কষ্ট।
অলীক স্বপন দেখে রামধনু ধরতে যাই
প্রজাপতি বলে ডানার সৌন্দর্য দেখ ভাই।
আলেয়ার পিছনে ছুটলে হবেই শুধু ক্ষতি
সময় থাকতে প্রয়োগ করো নিজেদের মতি।
অবাস্তব স্বপ্নে ভাসলে জীবন হবে নষ্ট
দিনান্তে হিসাব মেলাতে পাবে খুব কষ্ট।