আরো আরো স্বর্ণরেণু চেয়েছি দুর্ভিক্ষের কাছে
নতজানু হয়ে ,
একেক কণা চিত্তশুদ্ধির মহত্তম দান হয়ে
আমাকে দেবে নতুন জীবন ।
যেভাবে কলির কলঙ্ক কপোলে এঁকে অহমিকার
চূড়োয় বসেছি,
যেখানে আসুক নেমে আরো দীর্ঘ বজ্রপাত
পায়ের তলায় তল পাবে পুর্নজন্ম অচিরেই ।
আরো আরো স্বর্ণরেণু দিতে পারে
কাঙালীর স্বর্গ এনে ,
অন্তত এই মানুষটির খোলসে রোগের চিহ্নগুলো
ধুয়ে মুছে সাফ করে ।