আয়রে নবীন ত্বরা করে
থাকিসনে আর বদ্ধ ঘরে
কূপ মুন্ডুক হয়ে,
সমাজ ধ্বংস করছে যারা
শাস্তি দিতে রুখে দাঁড়া
মনুষ্যত্বের জয়ে।
ঘুণপোকা যে সমাজ বুকে
ঝামা ঘষে দে না মুখে
ভাগুক তারা লাজে,
দে মাখিয়ে চুন ও কালি
বলবে লোকে মন্দ গালি
তাদের ঘৃণ্য কাজে।
দেশের যারা করছে ক্ষতি
মানুষ তারা মন্দ অতি
বিবেক দোরে তালা,
হিত কথার বাক্য বাণে
চেতন আনতে ওদের প্রাণে
জ্ঞানের প্রদীপ জ্বালা।
দেশবাসীকে সজাগ করে
একজোটে সব গেলে লড়ে
দেখবে নতুন দিশা,
তোরা নবীন আয় এগিয়ে
বিজয় ঝান্ডা হাতে নিয়ে
কাটবে তমা নিশা।