গাছের গালে ঝাঁকে ঝাঁকে
আম রয়েছে ঝুলে,
নেবো রে সব তুলে,
হলুদ বরণ ,পাতার ফাঁকে
খাবো রে মন খুলে।
শানু, কানু,আয় না কাছে
কোথা তোরা গেলি!
শুনতে কি রে পেলি?
আয় রে ছুটে চড়বো গাছে
নিবি দু’হাত মেলি।
ওরে ভোলা,থাকিস বসে
চোখটা রাখিস মেলে,
মাকে দেখতে পেলে,
বকুনি যে দেবেন কষে
ছুটতে হবে ফেলে।
দেখলি তো ভাই, গেলো বারে
আমটা খাওয়ার রেশে,
কি কান্ড না শেষে!
যেই দেখে মা চেয়ে আড়ে
দাঁড়ায় রুদ্র বেশে!
কাঠবেড়ালি! এতো নোলা!
ভরদুপুরে গাছে!
চড়তে কি রে আছে?
শিগগিরই নাম,পালা ভোলা
লাঠি মায়ের কাছে!