যতোই মোরে দুঃখ তুমি দিলে
আমার ‘আমির ‘মুক্তি তাতেই মিলে ।
তাঁর তরে মন কেঁদে নিখাদ হলো,
মুক্তো সম অশ্রু,বিন্দু মুক্তো হলো ।
অশ্রু বিন্দু মুক্তো হলো,
মুক্তির জোছনাতে ।
দেহ আমি মিলিয়ে গেল
শুধু আমার আমিতে ।
যেথায় ছিলেম ভালই ছিলেম ওরে
মোহ মুক্তির স্তরে ।
আলোর বিভা উড়িয়ে নিয়ে মোরে
করে দিল পার দুঃখ রাতের আঁধার ।
মোহ মুক্তির আলো যবে করে দিল পার
আমার এই ভুবনের দ্বার।
তখন তুমি বাদল সাঁঝে ভাসিয়ে দিলে মোরে ।
প্রেমের পারাবারে,আবার এই ভুবনের মাঝে ।