আমাকে ওরা চিনেও না চেনার ভান করে
তাতে কি আছে?
আমি তো ওদেরকে চিনি।
আমাকে ওরা বুঝতে চায় না মোটেও
তাতে কি আছে?
আমি তো ওদেরকে বুঝি।
আমাকে ওরা খড়কুটোর মত ধুর ছাই বলে উড়িয়ে দেয়
তাতে কি আছে?
আমি তো ওদের অত্যন্ত গুরুত্বের চোখে দেখি।
কোন কারণে অকারণে ওরা আমার পিছনে লেগেই আছে
থাকুক না লেগে।
একদিন ওরা হাঁপিয়ে উঠবে ঠিকই
আমার বরং ভালই হবে।
নিজের মতো এগিয়ে যাবো।
ওদের এই নিচু মানসিকতার অবসান ঘটবে কবে কে জানে,
ওদেরকে ওগুলো বলা নিরর্থক
ওরা বুঝেই না জীবনের মানে।
আমি প্রার্থনা করি আমার নয়, ওদের।
মঙ্গল হোক তাদের।
মঙ্গল হোক আমায় নিয়ে সমস্যা ছিল যাদের।
বলে দিও একটু ওদের
হিসেবের ছাঁকনিতে ছেকছ কাদের?
আমার আমার ছেড়ে দিয়ে বলতে হবে এখন আমাদের।
আমাদের আমার আমার ভাবনা ভুলে বলতে হবে আমরা ও আমাদের।
আমি ভুলে আমরা বল
এটাই একমাত্র মন্ত্র আমাদের।