Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমি ভালো নেই || Soumen Chakraborty

আমি ভালো নেই || Soumen Chakraborty

রূপদিঘির সবুজ জলে চকচক করছে পূর্ণিমার চাঁদ
শান্ত ও বিষণ্ণ মেজাজ বসে ছিল রাতচরা পাখির জোড়।
বাতাস যখন সিঁদ কেটে যায় জলের বুক চিরে
অভিমানী জল চিৎকার করে বলে,’আমি ভালো নেই ‘।
খরস্রোতা নদীর বিমুগ্ধতা আজও আছে
পাহাড়ের বাধা কাটিয়ে কলকল শব্দে এগিয়ে চলে সে
জলচোরা বাতাসে প্রলুব্ধ হয়ে সৃষ্টি করে রঙীন প্রচ্ছদ
তিন শব্দের প্রচ্ছদে লেখা-‘আমি ভালো নেই ‘।
ঐক্যবদ্ধ সমুদ্রের জলে কী অপরূপ প্রাণচাঞ্চল্য
ভূমধ্যসাগর থেকে বাল্টিক সাগর সর্বত্র চির অস্থিরতা
মৃত সাগরের অতিপৃক্ত দ্রবণে দ্রাবক বড়ো অসহায়,
লুত নবীর দাওয়াত অস্বীকার করার ফল বোধহয়।
গ্রীষ্মের অপরাহ্নে দাবদাহ কাটিয়ে এখনো আসে কালবৈশাখী
নভস্বানের প্রবল গতিতে উড়ে যায় গরীবের কুঁড়েঘর।
সঙ্গে বৃষ্টিধারা উন্মুক্ত ধরার বুকে আছড়ে পড়ে
প্রতিঘাতে একটাই বাক্যবন্ধ-‘আমি ভালো নেই ‘।
বিসমার্ক সাগরের তলদেশ থেকে পীতসাগরের উপরিভাগ
সর্বত্র ব্যপিত হচ্ছে অতি আধুনিকতার সেঁকো বিষ,
ভূমধ্যসাগরের বাতিঘরে আজ ঘন ঘন বিস্ফোরণ
ছিন্ন বিচ্ছিন্ন জলরাশি চিৎকার করে বলছে-‘আমি ভালো নেই ‘।
যমুনার স্বচ্ছ জলে আজ রাসায়নিকের ঘন ফেনা
বহু চেষ্টাতেও তাজমহল আজ আর নিজেকে দেখতে পায়না,
বুকফাটা চিৎকারে হা হুতাশ করে সম্রাটের দেহাবশেষ
দূর থেকে শোনা যায় -‘আমি ভালো নেই ‘
তোমরা জানো, আমি ভালো নেই,
ভালো নেই, ভালো নেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *