আমার জন্ম নেই
আমার মৃত্যু নেই
আমার শুরু নেই
আমার শেষ নেই
আমার আঘাত নেই
আঘাতের বিনিমনে প্রত্যাঘাত নেই
আমার ব্যথা নেই
আমার কথা নেই
আমার জ্বালা নেই
আমার মালা নেই
আমার ছায়া নেই
আমার মায়া নেই
আমার আত্মীয় নেই
আমার পরম আত্মীয় নেই
আমার কোন অতীত নেই
আমার কোন বর্তমান নেই
আমার নেই কোন শূন্যতা
আমার নেই কোন পূর্ণতা
আমার নেই কোন জড়তা
আমার নেই কোন রূঢ়তা
আমার নেই কোন কমলতা
আমার নেই কোন মলিনতা
আমার জ্ঞান নেই; ধ্যান নেই
মনের মাঝে মন নেই
আমার কাছে আছে কেবল আমি নামক একটি শব্দ।