জীবনের খেলাঘরে কতোটা রঙ দেখেছি –
তার সবটুকু তোমার অজানা নেই।
সূখ নামের দ্রুতযানে কতোবার
চড়েছি যে- তার পরিসংখ্যান নেই
আমার মেমোরিতে।
যতোবারই ধরেছি ;
ততবারই হুচট খেয়ে অমানিশার অন্তরালে
হারিয়েছি যৌবনের গতি।
শত আঘাতেও পিছ পা হইনি,
এমনকি ভুলিনি তোমাকে দেয়া প্রতিশ্রুতি
টুকু আমার।
এখনো আছি সেই পথে-যে পথে তোমার
মনিষীরা চলে গেছে নাম না জানা গন্তব্যে।
কঠিন পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে শিখরে পৌঁছে
জানতেও পারিনি হয়েছি কি তোমার?
আমি তোমার-তুমি আমার!