আমি গাইবো তাদের গান—-
লাঙলের ফলা কাঁধে নিয়ে যারা ঝরায় দেহের ঘাম ।
আমি গাইবো তাদের গান—
বন্ধ কারখানার পাশে বসে যারা দু-মুঠো অন্ন চান ।
আমি গাইবো তাদের গান ।
হাতের পেশিতে গায়ের জোরে যারা মেশিনের চাকা ঘোরান—–
আর বুকের রক্ত ঝরান —
আমি গাইবো তাদের গান।
আমি গাইবো তাদের গান—
নিঃস্পেশিত অবহেলিত এ শক্ত মাটির সন্তান
আমি গাইবো তাদের গান।
যারা পাথুরে জমি সরস করে
আমার অন্ন যোগান —-
আমি গাইবো তাদের গান।
আমি জীবনের সাথে বাজি ধরেছি
মৃত্যুর সাথে পাঞ্জা
ওরে— কে যাবি আয় এ মরা গাঙে
আসুক না ঝড়ঝঞ্ঝা!
ওরে ভয় কি রে তোর , মুক্তি আছে
তুলে ধর তোর ঝাণ্ডা
আমি মরনের সাথে বাজি ধরেছি
মৃত্যুর সাথে পাঞ্জা।