আমি এখনো ডাল ভাতেই খুশি
আমি এখনো মাঝে মাঝেই উপোস থাকতে ভালবাসি ;
আমি এখনো সাধারণ সুতির জামা কাপড়ই ভালোবাসি
আমি এখনো সুখের চেয়ে শান্তির ঘুমে বিশ্বাসী ;
আমি এখনো বিশ্বাসের চেয়ে আত্মবিশ্বাসে ভর করি
আমি এখনো আমিষের চেয়ে নিরামিষেই স্বাচ্ছন্দবোধ করি ;
আমি এখনো ভুলকে ভুলে মূলকেই খুঁজি
আমি এখনো বিনোদনের আগে মনকেই বুঝি ;
আমি এখনো দিনের আলো রেখে অন্ধকারেই মুখ ঢাকি
আমি এখনো সুখী মানুষকে রেখে দুঃখী মানুষের সাথেই মুখ রাখি ;
আমি এখনো ষড়যন্ত্রকে এড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটি
আমি এখনো ন্যায়নীতি আর দেশাত্মবোধে উন্মাদের মতো মাতি ;
আমি এখনো আস্থা রাখি ধৈর্য শক্তিতে
আমি এখনো আদর্শতা খুঁজে পাই গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তিতে ;
আমি এখনো সামনে এগোতে চাই কিছুটা পেছনে তাকিয়ে
এখনো আমি নোংরা লোকদের দিকে তাকাই ঘাড় বাঁকিয়ে ;
এখনো আমি শ্মশান পানে তাকাই মুক্তির কোন আশা নিয়ে
এখনো আমি থাকি অপেক্ষাতে যাবে কোন বাউল ভালোবাসার গান গেয়ে।