ছয়টি ঋতুর অরূপ খেলায়
আমার সোনার দেশে,
পাখির গানে ঘুম যে ভাঙে
ভালোলাগার রেশে।
নদী সাগর ঝর্ণা পাহাড়
আমার দেশে ভরা,
ঋতুর বদল নয়ন শোভন
বড়োই চিত্ত হরা।
পল্লীগীতি জারি সারি
নানা রকম গানে,
বারো মাসে তেরো পার্বণ
উৎসব বলে মানে।
শীতের দিনে খেজুর রসে
মনটা করে তাজা,
মায়ের হাতে তৈরী পায়েস
পিঠে পুলি ভাজা।
ফলে ফুলে শাকসবজিতে
আমার দেশটি সেরা,
প্রকৃতি মা’র আঁচল তলে
সবার জীবন ঘেরা।