এভাবে কি আমাকে…..
দাবিয়ে রাখতে পারবেন.?
এভাবে কি আমার…..
মুখ বন্ধ করতে পারবেন.?
আপনি চাইলেই আমার…..
কলম স্তব্ধ হয়ে যাবে.?
আপনি বললেই আমার……
কলম ভেঙে চুরমার হয়ে যাবে.?
আপনি পারবেন না।।
আপনি এসবের কোনটাই করতে পারবেন না।।
হয়তো ক্ষনিকের জন্য আমার শরীরটাকে দাবাতে পারবেন
কিন্তু আমার মন.?
মনটাকে কি করে দাবাবেন.?
আমার মত কবিকে আপনি যত ঘা দেবেন
ঠিক ততই ঘা পাবেন
একটু কমও নয়;
একটু বেশিও নয়;
শুরু হবে আঘাতের বিনিময়ে আঘাত
এভাবেই কবিতায় আমার কলমের যাতায়াত।