আমার বাবার বিদ্যে কম আপনভোলা লোক,
আপনপর জ্ঞানছিলো না শুধুই পেলো শোক।
মাথার ঘাম পায়ে ফেলে তাঁর দিনাতিপাত,
সবার পাতে ভাত জুগিয়ে তারই অল্প ভাত।
আমার বাবা মানুষ ভালো বুদ্ধি ছিল কম,
বিশ্বাসে ঠকতো কেবল বুঝতে অক্ষম।
সকাল ,সাঁঝে আপন কাজে কাটতো সারা দিন-
সুখ চাইনি, স্বার্থ বোঝেনি তাই দেখেনি সুদিন।
আমার বাবার একটি কথা কেউ কারো নয়,
কর্মের মাঝেই ধর্ম পালন,তাতেই হবে জয়।
আপন থেকে আপনার যে জন খুঁজতো সারাক্ষণ-
সব থেকেও বাবা নিঃসঙ্গ তাই একা অনুক্ষণ।
আমার বাবা বলতেন সকল ধর্মের মূলকথা-
ভালোবাস ওরে ভালোবাসা,দিসনা বুকে ব্যথা।
” যতমত ততপথ ” একই ধর্মের বহুরূপ-
যে দ্বারেই দাওনা ফুল একই ধোঁয়ায় বহুধুপ।
আমার বাবার প্রার্থনা ছিল সবাই সুখে থাক,
সব হারানোর ব্যাথা ভুলে কাছের মানুষ পাক।
কাঁটাতারের বেড়াগুলোয় কিযে যাতনা, যন্ত্রনা-
দেশ হারানোর গভীরক্ষতে আছে কী কোন সান্তনা?
আমার বাবা হাসতো ভালো দুচোখে স্বপ্নের ছবি,
বুকের মাঝে জড়িয়ে ধরে হতেন ভাবুক কবি।
গান গাইতেন মধুরসুরে ,রবিঠাকুরে মুখ গুজে-
তাঁর অভাবে আনন্দের মেলা আর পাইনা খুঁজে।
আমার বাবা সকালবেলায় খুলে দিল দোর,
রোববারেতে ঘুমভাঙলো বিষাদে ভরা ভোর।
কাজের মেয়ে দেখলো হাসি মায়ের সাথে কথা-
ঘুমের মাঝেই বিদায় নিলেন জমিয়ে বুকে ব্যথা।